ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


181) পশ্চিম উপকুলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?
A) কোচিন
B) কান্দালা
C) মার্মাগাঁও
D) নিউ ম্যাঙ্গালোর

182) হিমালয়ের উৎপত্তি হয়
A) ভারত মহাসাগর থেকে
B) হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে
C) টেথিস জিওসিনক্লাইন থেকে
D) উপরের কোন্‌টি থেকেই নয়

183) অ্যান্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রটির নাম কি?
A) দক্ষিণ ভারত
B) দক্ষিণ নিবাস
C) দক্ষিণ চৈত্র
D) দক্ষিণ গঙ্গোত্রী

184) সহ্যাদ্রি নামে পরিচিত
A) পূর্বঘাট
B) পশ্চিমঘাট
C) শিবালিক
D) বিন্ধ্য

185) “উইলি উইলি” (Willy -Willy) কাকে বলে ?
A) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
B) সুনামির অন্য নাম
C) চিরহরিৎ বৃক্ষ
D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন

186) নিম্নলিখিতের মধ্যে কোটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন ?
A) হিমালয় পর্বতশ্রেণী
B) গাঙ্গেয় ব্রহ্মপুত্র উপত্যকা
C) দাক্ষিণাত্যের মালভূমি
D) উপকূলীয় সমভূমি

187) কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির ?
A) পামির
B) জুনলুন
C) কারাকোরাম
D) হিন্দুকুশ

188) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হল ?
A) 8848 মিটার
B) 8598 মিটার
C) 8958 মিটার
D) 8611 মিটার

189) হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
A) রাঁচিতে
B) মধ্যপ্রদেশে
C) গুজরাটে
D) কেরালায়

190) কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল ?
A) পাললিক মৃত্তিকা অঞ্চল
B) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
C) উপকূলীয় মৃত্তিকা অঞ্চল
D) ব-দ্বীপ অঞ্চলের মৃত্তিকা

191) হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?
A) সেকেন্দ্রাবাদ
B) আমেদাবাদ
C) ব্যাঙ্গালোর
D) চন্ডিগড়

192) কার্শিয়াং পর্যটন কেন্দ্র কোন শৈলশিরার উপর অবস্থিত ?
A) তাকদহ –পেশক
B) ডাউহিল
C) ঘুম পাহাড়
D) সিঙ্গলিলা

193) ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার নামগুলি হিমালয়ের __ এর সাথে জড়িত।
A) হিমবাহ
B) হ্রদ
C) শৈলাবাস
D) বৃক্ষ

194) জারোয়ারা বাস করে
A) লাক্ষাদ্বীপে
B) আন্দামান দ্বীপপুঞ্জে
C) মাজুলিতে
D) মালদ্বীপে

195) হাবল একটি
A) পারমানবিক অস্ত্র
B) বাদ্যযন্ত্র
C) মহাকাশ দূরবীক্ষণ
D) নক্ষত্র

196) পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভারতের ভূ-খন্ড অধিকার করেছে ?
A) ২.৪%
B) ২.৬%
C) ২.২%
D) ১.৪%

197) প্রতি ১০০০ মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায় কত ডিগ্রী সেলসিয়াস ?
A) ৮.৪
B) ৭.৪
C) ৬.৪
D) ৫.৪

198) প্লিনিমিটার ব্যবহৃত হয় কি নির্ণয়ে ?
A) মানচিত্রের দিক
B) মানচিত্রের উচ্চতা
C) মানচিত্রের দূরত্ব
D) মানচিত্রের আয়তন

199) বায়ুর চাপ বলয়ের সংখ্যা হল –
A) তিনটি
B) পাঁচটি
C) ছটি
D) সাতটি

200) পুর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মালা কোথায় এসে মিলিত হয়েছে ?
A) কার্ডামান পাহাড়
B) আন্নামালাই পাহাড়
C) পালানি পাহাড়
D) নীলগিরি পাহাড়